রাজধানীতে ছেলের সঙ্গে অভিমানে মায়ের আত্মহত্যা
আজ রোববার (৩ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক: রাজধানীর ওয়ারী থানার টিকাটুলি এলাকায় ছেলের সঙ্গে অভিমান করে মা লাভলী ইয়াসমিন (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ রোববার (৩ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাসা ওয়ারি থানার টিকাটুলি হাটখোলা রোড এলাকায়।
নিহত লাভলী ইয়াসমিনের স্বামী সবুর খান বলেন, রাতে বড় ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ভোররাতে উঠে দেখি গলায় ফাঁস দিয়ে স্ত্রী ঝুলে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ওয়ারী থানা পুলিশ তদন্ত করছে।