রাজধানীতে গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহী ও নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নিহতরা হলেন- পাঠাওচালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও কাজল আক্তার (৩৫)।
প্রথম নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাঠাওচালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও কাজল আক্তার (৩৫)।
আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া। তিনি জানান, ভোররাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। কোন গাড়ি তাদের চাপা দিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আফাজ উদ্দিন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।
আফাজ উদ্দিন সোনারগাঁ উপজেলার তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ওসি) আবু সাইদ পিয়াল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: