যে কারণে স্কোয়াডে না থেকেও অনুশীলনে সৌম্য

যে কারণে স্কোয়াডে না থেকেও অনুশীলনে সৌম্য

প্রথম নিউজ, ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টাইগাররা অনুশীলন করেছে। এখানে দলের সদস্য না হলেও বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করে যাচ্ছেন সৌম্য সরকার। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও করেছেন অনুশীলন। তাহলে ঠিক কি কারণে সৌম্যকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা?

আজ শনিবার জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাসের কাছে জানতে চাওয়া হয় সৌম্যকে নিয়ে। জবাবে পোথাস বলেন, ‘আমি নিশ্চিত নই। অনেক দিন আগে আমি তাকে টিভিতে সেরা অবস্থায় দেখেছি। আমাদের জন্য এখন এটি পর্যবেক্ষণের সময়। আমরা চাই সে মানসিকভাবে ভালো থাকুক এবং খেলুক। কারণ আমরা জানি সে খুব ভালো ক্রিকেটার। আমি তাকে নেটে মাত্র তিনবার দেখেছি। কাজেই তার সম্পর্কে মতামত দেওয়ার জন্য এটি যথেষ্ট সময় নয়। আমাকে আরও সময় নিয়ে তাকে পর্যবেক্ষণ করতে হবে।’


আসন্ন ইমার্জিং এশিয়া কাপ দলেও ডাক পেয়েছেন সৌম্য সরকার। টানা ব্যর্থতার পরেও সুযোগ পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। অবশ্য সৌম্যকে ফর্মে ফেরাতে বাংলাদেশ দল এর আগে ব্যাটিং লাইনআপের বিভিন্ন পজিশনে তাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে।

নতুন করে কি আবার কোন পজিশনের জন্য ভাবা হচ্ছে সৌম্যকে, এমন প্রশ্নের উত্তরে পোথাস বলেন, ‘সে এর আগে বেশিরভাগ সময় টপ অর্ডারে ব্যাট করেছে। তবে এটি প্রধান কোচের সাথে কথা বলে দেখতে হবে। যা আমরা এখনও করিনি। এই মুহূর্তে, আমরা কেবল তাকে পর্যবেক্ষণ করছি। আমি মনে করি সে উদীয়মান খেলোয়াড়দের সাথে আবার খেলার সুযোগ পাবে। কিন্তু ব্যাটারদের জন্য, আসল হল রান করা। আপনি দেখতে কেমন বা কে কি করতে পারে তা অপ্রাসঙ্গিক। এটি আপনাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসে। কিন্তু যে জিনিসটা আপনাকে দলে জায়গা করে দিবে তা হল রান।’