যশোরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৭
বুধবার (২৬ জুলাই) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রথম নিউজ, যশোর : যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রুমা খাতুন (৪০) নামে এক নারী মারা গেছেন। বুধবার (২৬ জুলাই) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজন।
যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২০০ জন, ভর্তি আছেন ৬১ জন।