যুবককে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

যুবককে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

প্রথম নিউজ, মাদারীপুর: মাদারীপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম সবুজ মৃধা (৩০)। তিনি মাদারীপুর নতুন শহরের বাদশা মৃধার ছেলে। 

স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে জরুরি একটি ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয় সবুজ মৃধা (৩০)। রিকশাযোগে লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে পৌরসভার বটতলা এলাকায় আসলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় সবুজের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে গুরুতর অবস্থায় সবুজকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবুজকে পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। আহত সবুজ মৃধার বাবা বাদশা মৃধা বলেন, এ হামলার ঘটনায় মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আকতার হাওলাদার ও তার লোকজন জড়িত। এ ঘটনার বিচার চাই। আহত সবুজের খালা হেনা বেগম বলেন, মা হারা ছেলেটার ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না। এ ঘটনার বিচার চাই। 

এ ব্যাপারে মন্তব্য জানতে অভিযুক্ত মনিরুজ্জামান আকতার হাওলাদারকে ফোন করা হলে প্রথমে ধরলেও সাংবাদিক পরিচয় পাওয়ার পর কেটে দেন। এরপর একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাওলীন আফরোজ বলেন, ধারণা করা হচ্ছে তাকে ৮-১০ জন একসঙ্গে কুপিয়েছে। তার দুই হাত-পায়ের ৯০ ভাগ কেটে ফেলেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, সবুজের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হামলা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন।