যাত্রীবাহী বাসে মিলল ২৬ কেজি গাঁজা
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।
প্রথম নিউজ, ঢাকা: রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি ফরহাদুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাউনিয়া উপজেলার বিজলের ঘুন্টি নামক এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আনাস এন্টারপ্রাইজ বাসে তল্লাশি চালায় কাউনিয়া থানা পুলিশ। তল্লাশির সময় বিশেষভাবে মোড়ানো বস্তার ভেতর লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারি ফরহাদুল ইসলামকে (৩০) আটক করা হয়। আটক ফরহাদুল লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার গুটিরগোর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, আটক ফরহাদুল ইসলাম একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।