যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানার শেখপাড়া মোড়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. খায়ের (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
নিহত খায়েরের ছেলে ইয়াসিন বলেন, আমার বাবা পেশায় একজন ভ্যানচালক। সকালে তিনি ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়ার সময় নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমার বাবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমরা বর্তমানে পোস্তগোলা এলাকায় থাকি। আমাদের বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায়। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বলে শুনেছি।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোর্শেদুল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নেওয়ার পর ওই রিকশাচালক মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।