যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলা, নিহত ৫
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলায় পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। এই ঘটনায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। খবর বিবিসির।
দ্যা গার্ডিয়ানের খবরে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্রিমসাস প্যারেড চলাকালীন একটি গাড়ি তাদের ওপর দিয়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
ওয়াকেশা নগরীতে স্থানীয় সময় রোববার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নগরীর পুলিশ প্রধান ডন থমসন জানান, একটি গাড়ি ডজনখানেক মানুষের ওপর হামলা চালায়। যাদের মধ্যে শিশুরাও ছিল।
তিনি আরও জানান, হামলাকারী সন্দেহভাজন ওই ব্যক্তি আগে কারাগারে ছিলেন। তবে কেন তিনি এ হামলা চালিয়েছেন তার বিস্তারিত কিছু বলেননি তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: