ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের বালুয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে
প্রথম নিউজ,ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে মোশাররফ হোসেন (২০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দিনগত রাত দুইটার দিকে উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের বালুয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবেশে তিন ছিনতাইকারী কিশোরগঞ্জ সদরের বটতলা থেকে অটোরিকশা রিজার্ভ করে নান্দাইলের জাহাঙ্গীরপুরের দিকে নিয়ে যান। পরে বালুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে মোশাররফ হোসেনকে ছুরিকাঘাত হত্যা করে অটোরিকশা নিয়ে যান তারা। পরে স্থানীয়রা সড়কের পাশে অটোরিকশা চালককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: