ময়মনসিংহের নান্দাইলে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দেয়াল, দুই নারীর মৃত্যু
সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এই ঘটনা ঘটে
প্রথম নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে একটি বাড়িতে আতশবাজির বিস্ফোরণে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, নিহত দুই নারী সকালে ওই বাড়িতে পটকা বানাচ্ছিলেন। এ সময় কারখানার ওপর বজ্রপাত হয়। বজ্রপাত ও কেমিকেল সংমিশ্রণে বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির দেয়ালের ইট খসে পড়ে গেছে। ঘরের চাল, টিন উড়ে গেছে। সেখানে কর্মরত দু’জন নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহতরা হলেন- আব্দুল গণির স্ত্রী আফিলা খাতুন (৪৫) ও আবুলের স্ত্রী নাসিমা (৩০)।
ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। ওই বাড়িতে বর্তমানে কেউ নেই। বিস্ফোরণের পর বাড়ির লোকজন পালিয়ে গেছে। তবে বাড়ির লোকজনের পক্ষে দাবি করা হয়েছে, বজ্রপাতের কারণে এ ঘটনা ঘটেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews