মূল্যস্ফীতি কমেছে ভারতে

বিশ্ববাজারে তেলের মূল্য কমে ১০০ ডলারের নিচে নেমে আসায় অনেক দেশেই স্বস্তি ফিরছে।

মূল্যস্ফীতি কমেছে  ভারতে
মূল্যস্ফীতি কমেছে ভারতে

প্রথম নিউজ, ডেস্ক :  ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশে দেশে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। তবে বিশ্ববাজারে তেলের মূল্য কমে ১০০ ডলারের নিচে নেমে আসায় অনেক দেশেই স্বস্তি ফিরছে। ভারতে জুলাইতে খুচরা মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে, যা চলতি বছরের মার্চের পর সর্বনিম্ন। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশার চেয়ে বেশি। শুক্রবার (১২ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জুনে এই মূল্যস্ফীতির হার ছিল ৭ শতাংশের বেশি। গত মাসে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে।কারণ জ্বালানি খরচ দামের চাপ বৃদ্ধির গতি কমাতে সাহায্য করছে। তথ্য অনুযায়ী, জুলাইতে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৭৫ শতাংশে দাঁড়িয়েছে। জুনে দেশটিতে এই হার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।

বিশ্বজুড়েই মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কমতে শুরু করেছে পণ্যের দাম। বিশেষ করে জ্বালানি তেলের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। তাছাড়া ভারত সরকারের শুল্ক কমানোর পদক্ষেপেও ইতিবাচক প্রভাব পড়েছে। অনেকে মনে করেন পণ্য রপ্তানিতে বিধিনিষেধও উপকারে এসেছে। তবে ভোক্তা মূল্য বৃদ্ধি সামনের মাসগুলোতে একটি শক্তিশালী গতিতে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।রিজার্ভ ব্যাঙ্কের অনুমান অনুযায়ী, মূল্যস্ফীতি দুই থেকে ছয় শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি থাকবে।

ownload করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom