ময়মনসিংহ বিভাগে চলছে বিএনপির গণঅবস্থান
যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসাবে দেশের সব বিভাগীয় সদরে চলছে গণঅবস্থান
প্রথম নিউজ,ময়মনসিংহ : যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসাবে দেশের সব বিভাগীয় সদরে চলছে গণঅবস্থান। বুধবার বেলা ১১ টায় ময়মনসিংহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে টানা বিকাল তিনটা পর্যন্ত।
বিভাগীয় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়ারেস আলী মামুন, শরিফুল আলমসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করছেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনা করছেন মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।
সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে সব বিভাগীয় সদরে গণঅবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ওইদিন গণঅবস্থানের একই কর্মসূচি ঘোষণা করে সমমনা দলগুলোও।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: