মানিকগঞ্জে শিক্ষা সফরের বাসে আগুন

মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের সামনে আজ সোমবার সকাল সাড়ে ৭টার ঘটনাটি ঘটেছে।

মানিকগঞ্জে শিক্ষা সফরের বাসে আগুন
মানিকগঞ্জে শিক্ষা সফরের বাসে আগুন-ফাইল ফটো

প্রথম নিউজ, মানিকগঞ্জে: মানিকগঞ্জে শিক্ষা সফরের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় বাসটি পুড়ে গেলেও ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের সামনে আজ সোমবার সকাল সাড়ে ৭টার ঘটনাটি ঘটেছে। বাসে আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শরীফুল ইসলাম। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মানিকগঞ্জ সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা সফরে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেটের সামনে বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষক উঠেন। বাসের চালক বাসটি স্টার্ট দেয়ার সঙ্গে সঙ্গে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান। 

এসময় বাসের ভেতর থেকে হুড়োহুড়ি করে সবাই নেমে পড়ে। আর দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: