মাদকাসক্ত যুবকের দায়ের কোপে প্রাণ গেল নববধূর

বুধবার (২৯ জুন) রাতে নালিতাবাড়ী উপজেলা পৌর শহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। 

মাদকাসক্ত যুবকের দায়ের কোপে প্রাণ গেল নববধূর
নিহত দিতি

প্রথম নিউজ, শেরপুর: শেরপুরে মাদকাসক্ত প্রতিবেশী যুবকের দায়ের কোপে দিতি (১৮) নামে এক নববধূ নিহত হয়েছেন। বুধবার (২৯ জুন) রাতে নালিতাবাড়ী উপজেলা পৌর শহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। 

নিহত নববধূ দিতি নালিতাবাড়ী শহরের কালিনগর মহল্লার মুছা মিয়ার মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে দিতির সঙ্গে একই উপজেলার চেল্লাখালী সন্ন্যাসীভিটা এলাকার খাইরুলের বিয়ে হয়। বিয়ের পর দিতিকে বাবার বাড়িতে রেখে স্বামী পেশাগত কাজে কর্মস্থল ঢাকায় চলে যায়। 

বুধবার রাতে হঠাৎ প্রতিবেশী মাদকাসক্ত রহুল আমিন দা নিয়ে দিতির বাড়িতে যায়। কৌশলে তার মাথায় সজোরে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় দিতি।

পরে তার মা মনোয়ারা বেগমের চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন দৌড়ে এসে দিতিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দিতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেওয়ার পথে রাত ১১টায় দিতির মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক রহুল আমিনের ভাবী রাহেলাকে আটক করে।  নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনার পর পলাতক রাত ১২টার দিকে রহুল আমিন নিজেই পুলিশের কাছে এসে হত্যার কথা স্বীকার করেছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom