মেডিকেলে ভর্তি: কোটায় উর্ত্তীণ ১৯৩ জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

সোমবার তিনি  এ তথ্য জানান। তিনি বলেন, আমরা তাদের কাগজপত্র যাচাই করব।

মেডিকেলে ভর্তি: কোটায় উর্ত্তীণ ১৯৩ জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

প্রথম নিউজ, অনলাইন: মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রুবিনা ইসলাম। সোমবার তিনি  এ তথ্য জানান। তিনি বলেন, আমরা তাদের কাগজপত্র যাচাই করব। সেজন্য কমিটি করে দেওয়া হয়েছে। ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি- এই তিনদিন তারা সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবে।

সন্তান ছাড়া অন্য কেউ এই তালিকায় রয়ে গেছে কি না তা আমরা যাচাই করব। যদি সন্তান ছাড়া অন্য কেউ লিস্টে থাকে, তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগই না।