মিছিল শুরুর প্রস্তুতিকালে ৪ জামায়াত কর্মী আটক
প্রথম নিউজ, বরিশাল : বরিশাল নগরীতে মিছিল শুরুর আগে জামায়াতের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নগরীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা সুলতান হাওলাদার (৪০), রুপাতলী শেরে বাংলা সড়কের মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার নাছির উদ্দিন (৪০) ও বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চর পত্তনিয়া গ্রামের আল মুঈন (২১)। তারা ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মী।
কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, নগরের রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়াই মিছিল শুরুর চেষ্টা করে জামায়াতের কর্মীরা। এসময় ঘটনাস্থলে পুলিশ সদস্যদের দেখে পালিয়ে যেতে উদ্যত হয়। পুলিশ ধাওয়া দিয়ে চার জামায়াত কর্মীকে আটক করে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের আরও কোনো পরিকল্পনা ছিল কিনা তা আমরা খতিয়ে দেখছি।