মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত, ভাইরাল ভিডিও
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রথম নিউজ, ডেস্ক : সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির একটি রাতে ক্লক টাওয়ারের ওপর বজ্রপাত হয়। এরপর বজ্রপাতের ঝলকানিতে পুরো আকাশ আলোকিত হয়ে যায়। মুলহাম এইচ নামে এক ব্যক্তি টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন। টুইটার বায়োতে নিজেকে জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির জ্যোতির্বিদ্যার একজন স্কলার হিসেবে বর্ণনা করেছেন। ওই ভিডিও’র ক্যাপশনে লিখেছেন, কয়েকদিন আগে, মক্কায় বৃষ্টির সময় বুর্জ আবরাজ আল-বাইতে বজ্রপাত হয়। শুক্রবার শেয়ার করা ভিডিওটি টুইটারে ১৩ লাখের বেশি মানুষ দেখেছে। অনেকেই ভিডিওটি রিটুইট করেছেন। ওই দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ। গত কয়েকদিন ধরে সৌদি আরবের কিছু অংশে বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি হচ্ছে।
প্রসঙ্গত, পৃথিবীর দ্বিতীয় সুউচ্চ দালান আবরাজ আল-বাইতের ওপর ঘড়িটি স্থাপন করা হয়েছে। সুবিশাল ঘড়িটিই পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি। মক্কা ক্লক টাওয়ারে রয়েছে তারকা মানের হোটেল, জাদুঘর এবং সর্বাধুনিক প্রযুক্তির টেলিস্কোপ সেন্টার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews