ভালুকায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

কইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়

ভালুকায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

প্রথম নিউজ, ঢাকা: ময়মনসিংহের ভালুকায় কুপিয়ে মা মরিয়ম বেগমকে (৭০) হত্যার দায়ে ছেলে মো. মোস্তফাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূঁইয়া। তিনি জানান, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ভালুকা উপজেলার জামিরদিয়া ডুগুলিয়া পাড়া এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে মো. মোস্তফা (৫০)। ঘটনার ওইদিনই নিহতের অপর ছেলে শাহজালাল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। 

ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে মো. মোস্তফাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে সকল সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সোমবার অভিযুক্ত মোস্তফার মৃত্যুদণ্ডের রায় দেন আদালতের বিচারক। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom