ভারতে মারা গেলেন বাউফলের ইউএনও
আজ রোববার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে তিনি ভারতে মৃত্যুবরণ করেন।
প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন (৪২) মারা গেছেন। আজ রোববার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে তিনি ভারতে মৃত্যুবরণ করেন।
জানা যায়, ইউএনও গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরীতে ট্রেনিং এ থাকা অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলে যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার চুনাখালী গ্রামে, তার দুটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ইউএনও'র স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তন নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন।