ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩

ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সতর্কতা জারি

প্রথম নিউজ, ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। স্থানীয় সময় মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার পর লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। শক্তিশালী ওই ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় সোমবার মধ্যরাত ৩টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরেই সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। তবে দুই ঘণ্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়। এছাড়া ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতেরও খবর পাওয়া যায়নি।