বসতঘরে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় বসতঘর থেকে রুপা বেগম (২৮) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

বসতঘরে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক
বসতঘরে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক-প্রথম নিউজ

প্রথম নিউজ, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় বসতঘর থেকে রুপা বেগম (২৮) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে ওই এলাকার ধনপর্দ্দি গ্রামের মজিদ প্রধানিয়া বাড়ির দ্বিতল ভবনের নিচতলার একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ির নাছির দেওয়ানের স্ত্রী। তার দুই ছেলে সন্তান রয়েছে। ঘটনার পর থেকে রূপার স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছে। রুপা বেগমের বাবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা লিটন হাজরা জানান, নাছির দেওয়ান স্ত্রী সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়িতে ভাড়া থাকেন। পেশায় রং মিস্ত্রি। রোববার দিনগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল জানান, মজিদ প্রধানিয়ার বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থাসহ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom