বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন: দীপিকা

বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন: দীপিকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: এবারের ‘ফ্রেন্ডশিপ ডে’ প্রতিবারের মতো সোশ্যাল মিডিয়া ভরে ওঠে বিভিন্ন ধরনের আবেগঘন পোস্টে। এ থেকে বাদ পড়েননি বলিউড তারকারাও। এসব তারকাদের মধ্যে দীপিকা পাড়ুকোনের পোস্ট সবার নজর কেড়েছে। তার প্রিয় বন্ধু ‘বাজিরাও’য়ের জন্য বিশেষ নোট লিখলেন ‘মস্তানি’। তিনি লিখলেন, ‘নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন।’

রবিবার (৬ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ক্যাপশনে উল্লেখ করে লেখেন, বর রণবীর সিংহের নাম। অর্থাৎ, তার জন্যই সেই পোস্ট, বলাই বাহুল্য। পোস্টে উল্লেখ করেন লেখিকা এনটিমার লেখা কিছু অংশ। পোস্টে দেখা যায়, ‘নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন। আমি খুব হালকাভাবে কথাটা বলছি না। সত্যি সত্যি সেই কঠিনতম, সবচেয়ে খুশির বন্ধুত্ব খুঁজে বের করুন যার প্রেমে পড়ছেন। এমন কেউ যে তোমার সম্পর্কে প্রচুর ভালো কথা বলে।

এমন কেউ যার সঙ্গে আপনি প্রাণখুলে হাসতে পারবেন। এমন হাসি যাতে পেটে যন্ত্রণা হবে, আর হঠাৎ নাক ডেকে উঠবেন। সেরকম অপ্রস্তুত হয়ে যাওয়ার মতো, সুস্থ করে দেওয়ার মতো হাসি। বুদ্ধিমত্তাও জরুরি। জীবন খুবই ছোট এমন কাউকে ভালো না বাসার জন্য যে তার আশেপাশে আপনাকে বোকা হয়ে থাকতে দেয়।’

সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘নিশ্চিত করবেন তিনি এমন কোনো মানুষ যে আপনাকে কাঁদতেও দেয়। দুঃখ আসবেই। এমন কাউকে খুঁজুন যাকে এইসব সময়ও আপনি সঙ্গে রাখতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন মানুষকে বিয়ে করুন যিনি প্যাশন, ভালোবাসা ও উন্মাদনাকে একত্রিত করে আপনার সঙ্গে চলে। এমন ভালোবাসা যা কখনো লঘু হবে না, জলস্তর গভীর ও অন্ধকার হয়ে গেলেও না। এ পোস্টের ক্যাপশনে তিনি রণবীরকে ট্যাগ করেন। কমেন্টে রণবীর সিংহ ভালোবাসা জানান, সঙ্গে ‘ইনফিনিটি’ সাইন। কমেন্ট বক্স ভরে ওঠে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায়।

এক অনুরাগী লেখেন, ‘খুব ভালো লাগল এবং খুব সত্যি কথা।’ অপর একজন লেখেন, ‘সবসময়ের প্রিয় জুটি’। প্রসঙ্গত যখন দীপিকা ও রণবীরের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে, তখন তাদের একের পর এক ভালোবাসায় মোড়া পোস্ট সেই জল্পনাকে উড়িয়ে দিচ্ছে। টানা ৬ বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালের নভেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। সোশ্যাল মিডিয়া হোক বা ব্যক্তি জীবন একে অপরের প্রতি ভালোবাসা জানাতে কখনো পিছপা হন না এ তারকা জুটি।