বৃষ্টিতে পণ্ড বাংলাদেশের ৪ ম্যাচ

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

বৃষ্টিতে পণ্ড বাংলাদেশের ৪ ম্যাচ

প্রথম নিউজ, ডেস্ক : ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টির কারণে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচই পরিত্যক্ত হয়েছে। সবশেষ আজ তিন ম্যাচ সিরিজের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে একটি বলও গড়ায়নি মাঠে। এতে উইমেনস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা ৪ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলো।

আজ সকাল ১০টা ৩০ মিনিটে কলম্বোর পি সারা ওভালে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের। তবে সকাল থেকে তুমুল বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস বোলারদের তোপে পড়ে ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছিল শ্রীলঙ্কা। এরপর বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচ থেকে ২টি করে পয়েন্ট পেলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বৃষ্টি বিঘ্নিত শেষ দুই ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় ১টি করে পয়েন্ট পেয়েছিল টাইগ্রেসরা। বাতিল হওয়া চার ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলের সপ্তম স্থানে বাংলাদেশ।

৫ ম্যাচ খেলে একটি ম্যাচ হারে নিগার সুলতানা জ্যোতির দল। ৮ ম্যাচে ১ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে শ্রীলঙ্কা নারী দল। শীর্ষে থাকা ভারতের ১২ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান।
আগামী ৪ঠা মে কলম্বোয় ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওয়ানডে শেষে আগামী ৯ই মে শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১১ এবং ১২ই মে।