বিশ্বকাপ ট্রফি দিয়েই মেসিকে ‘ফেয়ারওয়েল’ দিতে চান মার্টিনেজরা
লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনাও স্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে
প্রথম নিউজ, ডেস্ক : লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনাও স্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে। কিংবদন্তির হাতে কি উঠবে শিরোপা? ফাইনালে যে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
লড়াইটা কঠিন হবে, মানছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে মেসির জন্যই শিরোপা জিততে সর্বস্ব উজাড় করে দিতে চান তারা।
আর্জেন্টাইন এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘ফাইনালে কেউ এক ইঞ্চি জমিও ছেড়ে কথা বলবে না। ফলে ম্যাচটা দুই দলের জন্যই কঠিন হবে। তবে আমরা জানি বিশ্বকাপ ফাইনালের গুরুত্ব কতটা। ফলে এই ম্যাচের জন্য সবরকম প্রস্তুতি নিয়েই নামছি।’
মেসির শেষ বিশ্বকাপে তার হাতে ট্রফি তুলে দিতে পারলে এর চেয়ে বড় ফেয়ারওয়েল আর কিছু হবে না, মনে করছেন মার্টিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘মেসিকে আমি খুব ভালোবাসি। শুধু আমি নয়, গোটা দল মেসিকে ভালোবাসে। এটাই ওর শেষ বিশ্বকাপ। তাই আমরা চাই সবাই মিলে নিজেদের সেরাটা দিয়ে ওর হাতে বিশ্বকাপ এনে দিতে। এর থেকে বড় ফেয়ারওয়েল হয়ত আর কিছু হতে পারে না।’
মার্টিনেজ যোগ করেন, ‘এই বয়সে এখনও যেভাবে খেলছে, তা সত্যিই প্রশংসনীয়। অনেকেই তা পারবে না। ওর থেকে আমরা অনেক কিছু শিখেছি। শুধু আমরা নয়, গোটা ফুটবল বিশ্ব ওর থেকে অনেক কিছু শিখেছে। আমরা যদি ওর হাতে বিশ্বকাপ এনে দিতে পারি, তাহলে সত্যিই খুশি হবো।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews