বিশ্বকাপ খেলেই অবসরে যাচ্ছেন আফগান তারকা 

বিশ্বকাপ খেলেই অবসরে যাচ্ছেন আফগান তারকা 

প্রথম নিউজ, ডেস্ক : বয়স মাত্র ২৪। এরমাঝেই আফগানিস্তানের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন নাভিন-উল-হক। তবে ইনজুরির সঙ্গে নিয়মিত সখ্যতা তার। যে কারণে টেস্ট ক্রিকেটে দেখা যায় না তাকে। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ নাভিন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও তার কদর আছে বেশ। তবে সেখান থেকেও সরে আসার চিন্তা আছে তার।

নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই পেসার জানিয়েছেন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ করেই তিনি সরে আসবেন ওয়ানডে ফরম্যাট থেকে। ভারতে আগামী ৫ অক্টোবর বসবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আসর। ওই বিশ্বকাপ খেলেই অবসর নেবেন তিনি। ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেওয়ার কারণ হিসেবে ওয়ার্কলোড কমানোর কথা বলেছেন এই আফগান পেসার।