বলিউড সিনেমা নির্মাণ করবেন এই বাঙালি পরিচালক

বলিউড সিনেমা নির্মাণ করবেন এই বাঙালি পরিচালক

প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের হিন্দি সিনেমা নির্মাণ করবেন ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা শুভ্রজিৎ মিত্র। সম্প্রতি বলিউডের একটি প্রথম সারির প্রযোজনা সংস্থা থেকে ডাক পেয়েছেন এই নির্মাতা। আর মুম্বাই থেকে আসা শুভ্রজিতের এমন খবরেই উত্তাল টালিপাড়া। কারণ ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি তৈরির পরিকল্পনা রয়েছে ওই প্রযোজনা সংস্থার।   


শোনা যাচ্ছে, যেই চলচ্চিত্রের জন্য শুভ্রজিৎ ডাক পেয়েছেন, সেই সিনেমার প্রযোজনা সংস্থার ব্যানারে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, হৃতিক রোশনের মতো তারকারা অভিনয় করেছেন।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ্রজিৎ জানান, ‘বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে; এই মুহূর্তে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি এখনও অনেকে সময়ের ব্যাপার।’


ওই চলচ্চিত্র প্রযোজনা সংস্থার সিইও এবং ক্রিয়েটিভ এবং কনটেন্ট হেড এর সঙ্গে প্রায় প্রতিদিনই এই বিষয় নিয়ে শুভ্রজিত আলোচনা করছেন বলে জানান। ওই সংস্থাকে একাধিক ঐতিহাসিক গল্প পাঠিয়েছেন এই নির্মাতা, যার মধ্যে রয়েছে পলাশির যুদ্ধ, সুলতান আমল এমনকি মৌর্য সাম্রাজ্যের গল্প। প্রযোজনা সংস্থাটি কোন একটি উপন্যাস নির্বাচন করলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন এই নির্মাতা।

গল্পগুলো নির্বাচিত হলে বলিউড থেকে কাদের সঙ্গে নেবেন এমন প্রশ্নে কারও নাম উল্লেখ করেননি শুভ্রজিৎ। তিনি জানিয়েছেন, কোন উপন্যাস নির্বাচিত হবে তার উপরে পুরোটাই নির্ভর করছে। তাই আগেভাগে কারও নাম প্রকাশ করবেন না।

প্রসঙ্গত, চলচ্চিত্রের পটভূমিকায় ধ্রুপদী সাহিত্য, পিরিয়ড ড্রামা নিয়ে একাধিক ছবি নির্মাণ করেছেন শুভ্রজিৎ মিত্র। এমন ফিচার ফিল্মগুলোর পাশাপাশি পাথ ব্রেকিং ডকুমেন্টারির জন্যও সুপরিচিত এই নির্মাতা। এদিকে শুভ্রজিতের পরের ছবি ‘কালমৃগয়া’র নামও ইতোমধ্যে উন্মোচন হয়েছে। সেই ছবির পাশাপাশি তিনি হিন্দি ছবি পরিচালনা করবেন কি না, তাই নিয়ে এখন জল্পনা চলছে টালিগঞ্জে।

২০২১ সালে শুভ্রজিতের মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘অভিযাত্রিক’ ২৭টি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। চলচ্চিত্রটিকে আধুনিক যুগের ক্লাসিক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও লেখক এবং পরিচালক হিসেবে ৯ টি খ্যাতি অর্জন করেছেন এই বাঙালি চলচ্চিত্র নির্মাতা।