ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতি

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে টাওয়ারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু লাল ভুঞা উপজেলার বুধন্তি গ্রামের মৃত আব্দুল জব্বার ভূঁইয়ার ছেলে

ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতি

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় রবি টাওয়ারের নৈশপ্রহরী আবু লাল ভুঞার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে টাওয়ারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু লাল ভুঞা উপজেলার বুধন্তি গ্রামের মৃত আব্দুল জব্বার ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধন্তি এলাকার রবি টাওয়ারে সোমবার (১৭ জুলাই) মধ্যরাতে ডাকাতি হয়। এ সময় টাওয়ারের নৈশপ্রহরী আবু লাল ভুঞা ডিউটিতে ছিলেন। আজ সকালে টাওয়ারের পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নৈশপ্রহরী আবু লাল ভুঞার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রবি টাওয়ারে ডাকাতি করার সময় তাকে হত্যা করা হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের তেমন চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।