বরিশালে বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রথম নিউজ, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুনগুন পরিবহনের একটি বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে হতাহতদের নাম এখনো পাওয়া যায়নি।