‘বাবর-রিজওয়ান ওপেনিং, ফখরের মিডলঅর্ডারের খেলা উচিত’

বৃহস্পতিবার ৫০০ তম ওয়ানডে জয়ের মাইলফলক অর্জন করল দেশটি।

‘বাবর-রিজওয়ান ওপেনিং, ফখরের মিডলঅর্ডারের খেলা উচিত’

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফখর জামানের সেঞ্চুরিতে ইতিহাস গড়ল পাকিস্তান। বৃহস্পতিবার ৫০০ তম ওয়ানডে জয়ের মাইলফলক অর্জন করল দেশটি। এদিন ফখর জামান ও ইমাম-উল-হক ইনিংসের গোড়াপত্তন করেন। এতে সফল হয়েছেন ফখর জামান। ওয়ানডেতে ফখরকে উদ্বোধনী ব্যাটার হিসেবে দেখা গেলেও সাধারণত টি-টোয়েন্টিতে ম্যাচ ওপেন করেন বাবর আজম ও রিজওয়ান।  তবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজে ওই জুটির পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের ব্যাটিং গড় মোটেও সন্তোষজনক ছিল না। ফখর জামান মনে করেন, টি-টোয়েন্টিতে ওই দুজনের কম্বিনেশনই রাখা উচিত। তার মিডলঅর্ডারেই খেলা উচিত।

ফর্মে থাকলে ফখরের ব্যাট ভালো চলে। সে কারণে তার ম্যাচ ওপেন করা উচিত কিনা-এমন প্রশ্নে ফখর বলেন, আমি এক সময় উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলেছি। কিন্তু টিম বর্তমানে ভিন্ন এপ্রোচ নিয়ে খেলছে। আমি সেটিকে সমর্থন করি। বাবর-রিজওয়ান স্পিন তার চেয়ে ভালো খেলে কিনা-এমন প্রশ্নে ফখর বলেন, ওই দুজনের চেয়ে তার স্পিন খেলার অভিজ্ঞতা ভালো। তাদের দুজনের চেয়ে বড় শট তিনি ভালো খেলে থাকেন। 

‘আমি দীর্ঘদিন ধরে ওপেনিংয়ে খেলে আসছি। কিন্তু আপনি যদি টিমের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেন, তবে কি মনে হয় না যে বাবর-রিজওয়ানের চেয়ে আমি স্পিন ভালো খেলি? আমার মনে হয়, দুজন ডান হাতি ব্যাটারের চেয়ে একজন বাঁ হাতি ব্যাটারের কম্বিনেশন দলে প্রয়োজন।  ফখর জামান এই মন্তব্য তখনই করলেন যখন পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ব্যাটিং অর্ডার রদবদল নিয়ে চিন্তা করছে। সূত্র: ক্রিকেট পাকিস্তান।