বাবার আত্মহত্যার খবরে ছেলের মৃত্যু
গলায় ফাঁস দিয়ে বাবার আত্মহত্যার খবর পাওয়ার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু হয়েছে

প্রথম নিউজ, ডেস্ক : গলায় ফাঁস দিয়ে বাবার আত্মহত্যার খবর পাওয়ার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার দুনি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুনি গ্রামের বাসিন্দা বুদ্ধদেব মন্ডল (৫৩) দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। গতকাল সকালে তিনি নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাবার আত্মহত্যার কথা শুনে ছেলে অনন্ত মন্ডল হার্ট অ্যাটাকে মারা যান।
স্থানীয় বাসিন্দা ও খরগ্রাম থানার পুলিশ ওই দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে একই পরিবারে বাবা ও ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাসহ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে মুর্শিদাবাদের পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: