বিনিয়োগের নামে জুয়ার অ্যাপ, বাংলাদেশি সিইও-সহ গ্রেফতার ৭
রাজধানীর মহাখালী ও উত্তরায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে সরিয়ে নেওয়া চক্রের মূল হোতা ও উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাত জনকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (৩০ অক্টোবর) রাজধানীর মহাখালী ও উত্তরায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। রবিবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনলাইন জুয়ার মাধ্যমে দেশের বাইরে টাকা পাঠানোর মূল হোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। এর আগে গত ২৫ অক্টোবর ‘বিনিয়োগের নামে জুয়ার অ্যাপ পৌনে ২০০ কোটি টাকা সরিয়েছে ভারতের গেমিং কোম্পানি’ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews