বেনাপোলে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুন

বেনাপোলে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুন
প্রতিপক্ষের দায়েরে কোপে নিহত মিজানুর রহমান

প্রথম নিউজ, যশোর: যশোরের বেনাপোলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়েরে কোপে মিজানুর রহমান (৬৫) নামে এক কৃষক খুন হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মিজানুর ওই গ্রামের আব্দুল বাহারের ছেলে। এ ঘটনায় সাইফুল (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই থানার খড়িডাঙা গ্রামের সন্তোষের ছেলে।

পুলিশ জানায়, খড়িডাঙা গ্রামের সাহেব আলীর জমি বর্গা চাষ করতেন কৃষক মিজানুর রহমান। মিজানুরের বর্গা চাষকৃত জমির পাশেই সাইফুলের জমি। ওই জমি নিয়ে বিরোধের জেরে দা দিয়ে মিজানুরকে কুপিয়ে জখম করেন সাইফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোরের জেনারেল হাসপাতাল ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া  বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom