‘বাধা পেয়ে আরও শক্তি সঞ্চয় করে এসেছি, আমাদের রোখা যাবে না’
আমাদের কর্মসূচি বানচাল করা যাবে না। মামলা দিয়ে বাধা দিয়ে আমাদের রোখা যাবে না।
প্রথম নিউজ, ঢাকা: এইচএসসি পরীক্ষার কারণে আন্দোলনে বিরতি দিয়ে রামপুরা ব্রিজে সীমিত আকারে মানববন্ধনের ঘোষণা দেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
কিন্তু আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ২০-২৫ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের ওপর মানববন্ধনের চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তারা মানববন্ধন না করে চলে যায়। এরপর দুপুর পৌনে ২টার দিকে রামপুরা বাজারের দিক থেকে শতাধিক শিক্ষার্থীর একটা মিছিল এসে ব্রিজে জড়ো হয়। এসময় তারা ‘নিরাপদ সড়ক চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’- এসব স্লোগান দিতে থাকে।
মিছিলে নেতৃত্ব দেওয়া খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগি সামিয়া বলে, ‘আমরা সীমিত আকারে মানববন্ধন করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের দাঁড়াতে দেওয়া হয়নি। আমরা বাধা পেয়ে আরও শক্তি সঞ্চয় করে মিছিল নিয়ে এসেছি। আমাদের কর্মসূচি বানচাল করা যাবে না। মামলা দিয়ে বাধা দিয়ে আমাদের রোখা যাবে না।
এসময় শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় আবারও রামপুরা ব্রিজে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ ব্যাপারে মতিঝিল জোনের খিলগাঁও বিভাগের এডিসি নুরুল আমীন বলেন, ‘আজকে সকালে গুটিকয়েক শিক্ষার্থী এসেছিল। আমরা তাদের আইডি কার্ড পরীক্ষা করে সরিয়ে দিয়েছি।
আন্দোলনে কারা এসেছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আন্দোলনকারীদের মধ্যে কয়েকটা ভাগ হয়ে গেছে। তাদের মধ্যে বহিরাগতরা ঢুকে পড়ছে। এজন্য কখন কারা এসে দাঁড়িয়ে পড়ে, আমরা সে বিষয়ে সচেতন আছি। যেহেতু সরকার তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, তারা এখন আর বেশি বাড়াবাড়ি করতে চাইলে সুযোগ দেওয়া হবে না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: