বিজয় দিবসে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

নিহত মো. আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে।

বিজয় দিবসে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

প্রথম নিউজ, মানিকগঞ্জ: মানিকগঞ্জে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে উড়ানোর জন্য বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী নামের এক বেলুন বিক্রেতা মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কবির হোসেন নামের অপর এক বেলুন বিক্রেতা।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণশুনানির জায়গায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত মো. আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আর আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে। 

সহকারী উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘শনিবার ভোর সাড়ে চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণ শুনানিস্থলে ওই দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসে উড়িয়ে দেওয়ার জন্য বেলুন ফুলাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হন। বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মানিকগঞ্জ সদর থানা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আনোয়ার ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পথে তিনি মারা যান।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ‘নিহত আনোয়ার ব্যাপারীর মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’