বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর 

নিহত জহুরা খাতুন (৪৮) ওই গ্রামের মোস্তফার স্ত্রী। আহতরা হলেন, একই গ্রামের নাজমা বেগম (৪২), শরিফা আক্তার (৪২) ও রোকসানা খাতুন (৪০)।

বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর 

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার (১৪ জুন) সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জহুরা খাতুন (৪৮) ওই গ্রামের মোস্তফার স্ত্রী। আহতরা হলেন, একই গ্রামের নাজমা বেগম (৪২), শরিফা আক্তার (৪২) ও রোকসানা খাতুন (৪০)।

সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাদির আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে নিহত জহুরাসহ ওই তিন নারী রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জহুরাসহ ৪ জন গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুরাকে মৃত ঘোষণা করেন।

সোহাগী ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে বিষয়টি থানায় কেউ জানায়নি।