বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলল পাকিস্তান এয়ারলাইনস
প্রথম নিউজ, অনলাইন: বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে মুখ খুলেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ)। অনেকের মতে, প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার নিয়ে বিজ্ঞাপনটি নাইন–ইলেভেন টুইন টাওয়ার হামলার স্মৃতি উসকে দিয়েছে।
সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তাদের বিজ্ঞাপনে টুইন টাওয়ারে মর্মান্তিক হামলার স্মৃতি জাগানোর উদ্দেশ্যে তৈরি করা হয়নি।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
সম্প্রতি ইউরোপে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পিআইএ। গত ১০ জানুয়ারি প্যারিসের একটি ফ্লাইটের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। এই ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানের ওপর ইউরোপীয় ইউনিয়নের অ্যাভিয়েশন সেফটি এজেন্সির (ইএএসএ) চার বছরের নিষেধাজ্ঞার সমাপ্তি ঘটে।
নতুন করে ফ্লাইট পরিচালনা নিয়ে গত ১০ জানুয়ারি এক বিজ্ঞাপন প্রকাশ করে পিআইএ। বিজ্ঞাপনটি প্রকাশের পরপরই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সামাজিকমাধ্যমে। অনেক ব্যবহারকারী এটিকে অসংবেদনশীল বলে অভিহিত করেন। অনেকে বলেন, এই বিজ্ঞাপন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে বিমান হামলার ভয়াবহ স্মৃতিকে স্মরণ করিয়ে দিচ্ছে।
সমালোচনার মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিষয়টি তদন্তের নির্দেশ দেন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এই বিজ্ঞাপনটিকে ‘বোকামি হিসেবে উল্লেখ করেন।
মঙ্গলবার পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষের সিনেটর শেরি রহমান এই বিজ্ঞাপনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই বিজ্ঞাপন আমাদের জাতীয় এয়ারলাইনের সুনাম নষ্ট করেছে।’
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ বিষয়ে বলেন, ‘এই বিজ্ঞাপনটি কে তৈরি করেছে, তা তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। এটি অবিবেচনাপ্রসূত কাজ।’
ইসহাক দার বিজ্ঞাপন তৈরির বিকল্প উপায় প্রস্তাব করে বলেন, ‘তারা বিমানটিকে আইফেল টাওয়ারের ওপরে দেখাতে পারত এবং বলতে পারত, ‘‘আমরা আসছি”। অথবা তারা বিমানের শুধু সামনের অংশটিও দেখাতে পারত।’
চাপের মুখে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পিআইএ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের উদ্দেশ্য ছিল প্যারিসে আমাদের ফ্লাইট পুনরায় চালু হওয়ার উদযাপন, কোনোভাবেই আঘাত বা সংবেদনশীলতা জাগানোর উদ্দেশ্য ছিল না’।
এই ঘটনাটি পাকিস্তানের জাতীয় বিমান সংস্থার জন্য একটি অস্বস্তিকর মুহূর্ত তৈরি করেছে। প্রতিষ্ঠানটি আশ্বাস দিয়েছে ভবিষ্যতে আরও সংবেদনশীল এবং সচেতন প্রচারণা নিশ্চিত করবে।