বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে তাপমাত্রা  

 বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে তাপমাত্রা   

প্রথম নিউজ, ঢাকা : দেশের দুই জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এটি অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৫ ডিসেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আগামী মঙ্গলবার পর্যন্ত মধ্যরাত থেকে সকাল দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শৈত্যপ্রবাহও থাকতে পারে।

আজ দেশে সর্বনিম্ন ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেতুলিয়া ও চুয়াডাঙ্গায়।