বঙ্গোপসাগর থেকে ২০ জেলে উদ্ধার, এখনো নিখোঁজ ১০

বঙ্গোপসাগর থেকে ২০ জেলে উদ্ধার, এখনো নিখোঁজ ১০

প্রথম নিউজ, পিরোজপুর: নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে নিখোঁজের ছয় দিন পর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২০ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে উপজেলার দুটি ট্রলারসহ ১০ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উদ্ধার হওয়া জেলেদের সঙ্গে যোগাযোগ করে তাদের এলাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস। তিনি বলেন, পিরোজপুর সদর, ইন্দুরকানী ও ভান্ডারিয়া থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৃহস্পতিবার আটটি মাছ ধরার ট্রলারসহ অনেক জেলে নিখোঁজ হয়। 

এদিকে সকাল থেকে ২০ জেলের সন্ধান মিলেছে বাংলাদেশ ও ভারত জলসীমার বিভিন্ন এলাকায়। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে ১০ জন জেলেসহ এখনো নিখোঁজ আরও দুটি ট্রলারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী জানান, ট্রলার মালিক সমিতি আমাদের জেলে উদ্ধারের বিষয়টি জানিয়েছে। বাকি জেলেদের দ্রুত সময়ে উদ্ধারের জন্য জেলা মৎস্য বিভাগ চেষ্টা করে যাচ্ছে। প্রসঙ্গত, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয় পিরোজপুর সদর, ইন্দুরকানী ও ভান্ডারিয়া উপজেলার আট ট্রলার। এসব ট্রলারের জেলেদের উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom