বাঘাইছড়িতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

আজ সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চত্বরে বাঘাইছড়ি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানান তারা।

বাঘাইছড়িতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রথম নিউজ, রাঙ্গামাটি: ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল ও ছয় সাংবাদিকের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আজ সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চত্বরে বাঘাইছড়ি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানান তারা। মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন, ইসলামী যুব সেনার সভাপতি মো. আব্দুল বারিসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট স্বাধীন সাংবাদিকতার পথে কাঁটা হিসেবে দাঁড়িয়ে গেছে। এই আইনের ফাঁকফোকর দিয়ে সমাজের প্রভাবশালীরা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। তারা অবিলম্বে এই আইন বাতিল ও রাঙ্গামাটি-খাগড়াছড়ি-ঢাকাসহ সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ থেকে সম্প্রতি রাঙ্গামাটির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার কর্তৃক ফজলে এলাহীসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom