বাকেরগঞ্জে বিআরটিসি বাসচাপায় নিহত ৪

এ সময় আহত হয়েছেন আরও আটজন।

বাকেরগঞ্জে বিআরটিসি বাসচাপায় নিহত ৪

প্রথম নিউজ, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরিশালা-কুয়াকাটা মহাসড়কের ভৈরবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন অটোচালক মো. হাফিজ (২৫), আমির চৌধুরী (৬০), সোহাগ সিকদার (৩০) এবং অজ্ঞাত মহিলা।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী অপর এক অটোচালক মো. টিপু জানান, বিআরটিসি বাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। একই সময়ে অটোরিকশাটি লেবুখালীর দিকে যাওয়ার পথে বাকেরগঞ্জ ভৈরবপাশা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটো চালকসহ ছয়জনই গুরুতর জখম হয়। পরে তাদের বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সাদ্দাম চারজনের মৃত্যু নিশ্চিত করেছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, আহতদের গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom