বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয়: শিক্ষামন্ত্রী
প্রথম নিউজ, ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত হয়। আওয়ামী লীগ সরকার দেশের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এই কথা বলেন।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, ছাত্র উপদেষ্টা তারেক নূর ও প্রক্টর লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: