ফ্রান্স: নিষিদ্ধের পরেও আবায়া পরে স্কুলে যাচ্ছে শত শত মুসলিম ছাত্রী
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ফ্রান্সের স্কুলগুলোতে সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে আবায়া। কিন্তু এরপরেও শত শত মুসলিম ছাত্রী আবায়া পরে স্কুলে হাজির হয়েছে। এমন অভিযোগ করেছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল। মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করতেই আবায়া নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপরেও ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে একদিনে মোট ২৯৮ শিক্ষার্থী আবায়া পরে স্কুলে এসেছে। তাদেরকে আবায়া খুলতে বলা হলেও প্রায় ৬৭ জন তা প্রত্যাখ্যান করে। গ্যাব্রিয়েল বলেন, আমি চাইনা শিক্ষার্থীদের পোশাকের দিকে তাকিয়ে তার ধর্ম সম্পর্কে ধারণা পাওয়া যাক। এই আইন কেনো করা হয়েছে তা বুঝতে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে গত সপ্তাহে আবায়া ও কামিজ নিষিদ্ধের পক্ষে অবস্থান নেন ফ্রেন্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তবে মুসলিম রাইটস একশন বা এডিএমের আইনজীবী ভিনসেন্ট ব্রেঙ্গার্থ এক্সে বলেন, শুক্রবার তারা এই নতুন আইন বাতিলের দাবি জানিয়েছে আপিল করেছে। তারা এমন আইনকে মৌলিক স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছে। আগামীকাল থেকে এ আপিলের শুনানি শুরু হবে ফ্রান্সের সর্বোচ্চ আদালতে।