পোশাক আমার জন্য না: উরফি জাভেদ
পোশাক পরলেই আমার শরীরে অ্যালার্জি হয়।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: পোশাক নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন উরফি জাভেদ। নামে মাত্র পোশাকে ছবি পোস্ট করার সাথেই শুরু হয় সমালোচনা ঝড়। তবে এসবের কোন তোয়াক্কা না করে উল্টো সে থেকে অনুপ্রাণিত হয়েই আরও বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন। যদিও নেটিজেনরা মনে করেন একজন মেয়ে হিসেবে কেন এসব পোশাক পরেন তিনি? আর তাই এবার বিস্ময়কর জবাব দিলেন উরফি জাভেদ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে প্রতিবারের ন্যায় অনাবৃত পায়ের ছবি প্রকাশ করে তিনি বলেন, এবারের শীতে আমি পা ঢাকা উলের জামা-কাপড় পরেছিলাম, তারপরেই অ্যালার্জি শুরু হয়ে যায়। এই কারণেই আমি বেশি পোশাক পরতে চাই না।
পোশাক আমার জন্য না। পোশাক পরলেই আমার শরীরে অ্যালার্জি হয়। তবে এ পোস্ট প্রকাশের পরেই যুক্তির বিপরীতে হাসছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে অনেকে লিখেছেন উরফির পাগল হওয়া চূড়ান্ত হয়েছে। হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews