প্রধানমন্ত্রী আপনার বিচার হয়ে যায় কি না তার জন্য প্রস্তুত থাকেন: রিজভী

সোমবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আপনার বিচার হয়ে যায় কি না তার জন্য প্রস্তুত থাকেন: রিজভী

প্রথম নিউজ, অনলাইন: তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে গতকাল দেয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 'তারেক রহমানের বিচারের আগে প্রধানমন্ত্রী আপনার বিচার হয়ে যায় কি না তার জন্য প্রস্তুত থাকেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, 'গতকাল আপনি বললেন তারেক রহমানকে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করা হবে এর আগেও অনেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন তার আগে আপনার বিচার হয়ে যায় কিনা। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি এখন ডুবতে শুরু করেছেন, আর তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের যে তলা, যে ভূমি সেই ভূমিতে আপনার পা পড়ছে না, এমন ডোবা আপনি ডুবছেন।

সোমবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী আরও বলেন, 'আপনারা দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন। যত ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ সুদ হয়েছে। ওই সুদ পরিশোধ করতে হবে। প্রধানমন্ত্রী আপনার সরকারের পাপের সুদ সহ আপনার যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন। আপনার ছাত্রলীগ ডাকাতি করে, আপনার ছাত্রলীগ নারীর শ্লীলতাহানি করে, আপনার যুবলীগ টেন্ডারবাজি করতে নিজের ছেলেদেরকে এই ১৬-১৭ বছরে প্রায় ৫০ জন লোককে হত্যা করেছে। এই পাপগুলোর জন্য কি এদেশের আইনে বিচার হবে না?
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, 'যাদেরকে আপনি এমপি বানিয়েছেন তারাই তো টাকাগুলো পাচার করেছে। তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে-বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কি করে? এর দায় তো আপনার (প্রধানমন্ত্রী)। আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? এই ভয়ংকর পাপগুলো কি এমনি চলে যাবে? এমনি পার পেয়ে যাবেন?
তিনি বলেন, 'ফেরাউনও মনে করেছিল সে পার পেয়ে যাবে ফেরাউন তো পার পায়নি। নমরুদ তো মনে করেছিল সে নিজেই ঈশ্বর কিন্তু সেই নমরুদের নাকে মশা ঢুকেছিল সেই মশাটাই সে নাক থেকে বের করতে পারিনি। হিটলার ও মনে করেছিল তিনি গোটা পৃথিবীতে শাসন করবে সেই হিটলারের আর অস্তিত্ব পাওয়া যায়নি।
রিজভী বলেন, 'আপনারা যাদেরকে প্রভু মনে করেন, আপনি যাদেরকে আপনার ওস্তাদ মনে করেন সেই মোদী সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত। আপনার প্রভুরা যদি নিজেকে ঈশ্বরের দূত মনে করে আপনি কি নিজেকে এরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোন বিচার হবে না? আপনি কার দূত মনে করছেন প্রধানমন্ত্রী? প্রত্যেকটি অপকর্মের, প্রত্যেকটি অনাচারের বিচার এই পৃথিবীতেই হবে। পৃথিবীতেই এর দৃষ্টান্ত রয়েছে ভুরি ভুরি। শেখ হাসিনা বিএনপি নেতাদেরকে কারাগারে রাখতে ভালোবাসেন মন্তব্য করে তিনি বলেন, 'বিএনপি নেতাদেরকে কারাগারে নিলে তিনি ঈদের চেয়ে বেশি আনন্দ পান।
তিনি আরও বলেন, 'অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও একটি কাজ করে মহা আনন্দ লাভ করেন, সেটি হল জিয়া পরিবারের বিরুদ্ধে বিষেদগার করতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দি করে রেখেছেন। তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তার না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। এ সময় তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক  সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনোজির আহমেদ টিটো প্রমুখ বক্তব্য রাখেন।