প্রাণনাশের হুমকি নিয়ে সন্ত্রস্ত সালমান
রুপালি পর্দায় একাই তিনি একশ’। কিন্তু এই সালমান খানের দিন কাটে বন্দুকের ঘেরাটোপে, তাঁর নিরাপত্তা রক্ষীরা সবসময় ঘিরে থাকে ভাইজানকে।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: রুপালি পর্দায় তিনি হি ম্যান। এই তিনি ভিলেনের মুখ ঘুষিতে ফাটিয়ে দিচ্ছেন, সেই তিনি বিপক্ষের ডেনে ঢুকে দেশ রক্ষার দলিল উদ্ধার করছেন। রুপালি পর্দায় একাই তিনি একশ’। কিন্তু এই সালমান খানের দিন কাটে বন্দুকের ঘেরাটোপে, তাঁর নিরাপত্তা রক্ষীরা সবসময় ঘিরে থাকে ভাইজানকে। নেতৃত্বে থাকে সালমানের ব্যক্তিগত দেহরক্ষী শেরা। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এসে সালমন অকপটে স্বীকার করলেন- ভয়ে ভয়ে দিন কাটাই।
এখন আর ইচ্ছা করলে একটা বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়তে পারি না। প্রাণনাশের হুমকি নিয়ে সন্ত্রস্ত থাকি। সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে রেখেছে জেল বন্দি গ্যাং স্টার লরেন্স বিষ্ণোই । কবে সালমান কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন জয়পুরে শুটিংয়ে গিয়ে, সেই থেকে সালমানের বিরুদ্ধে ক্রোধ আর ঘৃণা মাথায় ভর করে রয়েছে লরেন্সের।
কৃষ্ণসার হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের আরাধ্যা দেবতা। লরেন্স নিজেকে বিষ্ণোই সম্প্রদায়ের রক্ষক বলে মনে করেন। তাই তিনি সালমানকে হত্যা করে বদলা নিতে চান। সম্প্রতি গোলডি ব্রার নামে এক আন্ডারওয়ার্ল্ড ডন সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলো লরেন্সের দূত হিসেবে। সেই থেকে সালমানের নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। সালমানের ভাড়া করা প্রাইভেট আর্মি সবসময় ঘিরে রাখে সালমানকে। তাঁর সাম্প্রতিকতম ছবি কিসিকা ভাই, কিসিকা জান ফ্লপ হয়েছে। একশো কোটির ব্যবসা করতেই প্রাণান্ত।
সেখানে শাহরুখ খানের পাঠান হাজার কোটি টাকার ওপর ব্যবসা করেছে। সালমান আপাতত ওই সব নিয়ে ভাবছেন না। নিজের নিরাপত্তার বিষয়টি তাঁর কাছে এখন ফার্স্ট প্রয়োরিটি। অন্তত টেলিভিশন সাক্ষাৎকারে সালমান এমনটাই জানিয়েছেন। বলেছেন, নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তা ভালো। ফ্যানদের জন্য কষ্ট হয়। ওরা আমার কাছে আসতে পারে না। হাত তুলেই আমি ক্ষান্ত হই। তবে, এই জীবনটা মেনে নিয়েছি। বুঝেছি, এটাই আমার জীবন।