কুস্তিগিরদের পাশে প্রিয়াঙ্কা-কেজরিওয়াল, কপিল-সানিয়ারা
শনিবার সন্ধ্যায় যন্তর মন্তরে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার সকালে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। সম্ভবত আজ বিকেলে আসতে পারেন রাহুল গান্ধী।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ স্মরণ সিং নিজেকে যতই নির্দোষ বলে দাবি করুন, যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগিরদের পাশে এসে দাঁড়াচ্ছেন সমাজের হ ইজ হ রা। রাজনীতি থেকে ক্রীড়াবিদ সকলেই এগিয়ে এসেছেন বজরং পুনিয়া, বিনেশ ফগত, সাক্ষ্মী মালিকদের এই লড়াইয়ে। শনিবার সন্ধ্যায় যন্তর মন্তরে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার সকালে আসেন প্রিয়াঙ্কা গান্ধী। সম্ভবত আজ বিকেলে আসতে পারেন রাহুল গান্ধী। তবে, শুধু রাজনীতির লোকরা নয়- খেলার দুনিয়াও আকুণ্ঠভাবে পাশে দাঁড়াচ্ছে। তিরাশির ক্রিকেট বিশ্ব কাপে বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব একটি বিবৃতিতে বলেছেন, তাঁর নৈতিক সমর্থন কুস্তিগিরদের সঙ্গে।
টেনিস তারকা সানিয়া মির্জা বলেছেন, খেলার মাঠে নারী নিগ্রহ মানা যায় না, ভারতীয় ফুটবল আইকন বাইচুং ভুটিয়া জানাচ্ছেন যে একসময় বিজয় মঞ্চ আলো করে থাকা কুস্তিগিররা আজ যন্তর মন্তরে দাবি আদায়ের জন্য। আমি ওদের সঙ্গে আছি। জাভলীন এ বিশ্বজয়ী নিরাজ চোপড়া বলেছেন- খেলাধুলার ক্ষেত্রে এই বৈষম্য, নারী-পুরুষের ভেদ চলে না। অবিলম্বে এর বিহিত হওয়া প্রয়োজন। যাঁর বিরুদ্ধে এত অভিযোগ সেই ব্রিজভূষণ এখনও বলছেন, তাঁর বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত চলছে। তিনি যে কোনও তদন্তের সামনে দাঁড়াতে প্রস্তুত।