প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাণ গেলো চেয়ারম্যানের ছেলে-ভাতিজার
রাজবাড়ীর বাগমারা উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় ইউপি চেয়ারম্যানের ছেলে-ভাতিজা নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : রাজবাড়ীর বাগমারা উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় ইউপি চেয়ারম্যানের ছেলে-ভাতিজা নিহত হয়েছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চন্দনীর দয়ালনগর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব শেখের ছেলে সাকিব শেখ (১২) ও ভাতিজা সিফাত শেখ (১৮)। সাকিব পঞ্চম শ্রেণির এবং সিফাত সে রাজবাড়ী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন আহম্মেদ টুকু মিজি জাগো নিউজকে বলেন, মিজানপুর ও চন্দনীর বর্ডার এলাকায় দুর্ঘটনা ঘটে। দুজন মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও চালককে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই জনের মৃত্যু হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: