পদ্মার ভাঙনে ধসে গেছে মাটি, বন্ধ দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট

নদীতে মাটি ধসে যাওয়ায় ৫ নম্বর ফেরিঘাট দিয়ে যানবাহন ওঠা-নামা বন্ধ রয়েছে।

পদ্মার ভাঙনে ধসে গেছে মাটি, বন্ধ দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট
ঘাটের র‌্যামের নিচে থাকা মাটি নদীতে ধসে যায়

প্রথম নিউজ, রাজবাড়ী: পদ্মা নদীর পানি বাড়ায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। নদীতে মাটি ধসে যাওয়ায় ৫ নম্বর ফেরিঘাট দিয়ে যানবাহন ওঠা-নামা বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ৫ নম্বর ঘাটের র‌্যামের নিচের মাটি নদীতে ধসে বন্ধ হয়ে যায় ঘাটটি। এছাড়া ৪ নম্বর ঘাটটিও ঝুঁকিতে রয়েছে। ফলে বিপাকে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। এদিকে ভাঙনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিংসহ ঘাট রক্ষায় কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গোয়ালন্দ উপজেলা পানি উন্নয়ন বোর্ডে গেজ পাঠক ছালমা খাতুন বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৪ সেন্টিমিটার পানি বাড়লেও বিপৎসীমার নিচে রয়েছে। দৌলতদিয়া ঘাট হকার সমবায় সমিতির সাধারণ সম্পাদক লালটু মন্ডল বলেন, পানি বাড়ায় দৌলতদিয়ায় ভাঙন শুরু হয়েছে। এবং ভাঙনের কারণে দুপুর থেকে ৫ নম্বর ঘাট বন্ধ ও ৪ নম্বর ফেরি ঘাট ঝুঁকিতে রয়েছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে ঘাট নদীতে বিলীন হয়ে যাবে।

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, বিকেল পৌনে ৩টার দিকে ভাঙনের খবর পেয়ে ডাম্পিংয়ের কাজ শুরু করেছি। সাময়িক ভাবে ৫ নম্বর ঘাটটি বন্ধ আছে। এছাড়া ৪ নম্বর ঘাটের ডাউনেও কিছুটা মাটি ধসে গেছে। সব মিলিয়ে ভাঙন রোধে কাজ চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom