পুত্র রাজীবের কণ্ঠে যেন ফিরে এলেন ফকির আলমগী
প্রয়াত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের হাতে গড়া প্রতিষ্ঠান ঋষিজ শিল্পী গোষ্ঠী
প্রথম নিউজ, ডেস্ক : প্রয়াত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের হাতে গড়া প্রতিষ্ঠান ঋষিজ শিল্পী গোষ্ঠী। এর ৪৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় এক আয়োজন। সেখানে তিন বরেণ্য জনকে সংবর্ধনা জানানো হয়।
তারা হলেন কবি নুরুল হুদা, শব্দসৈনিক ও সংগীতশিল্পী শাহীন সামাদ এবং জনপ্রিয় পপসংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ফকির আলমগীরের দ্বিতীয় পুত্র মাশুক আলমগীর রাজীব। তিনি বাবার বিখ্যাত গান ‘নাম তার ছিলো জন হেনরি’ গানটি গেয়ে শোনান। রাজীবের কণ্ঠে ফকির আলমগীরের এই গানটি শুনে আপ্লুত হন উপস্থিত অতিথিরা। সবাই যেন ভাবছিলেন ফকির আলমগীর ফিরে এলেন। তিনিই গাইছেন আমেরিকান লোকগাথার কিংবদন্তি জন হেনরিকে নিয়ে।
গানটির পরিবেশনার শেষদিকে বাবার মতোই মঞ্চ থেকে নেমে আসেন রাজীব এবং বাবার মতোই বজ্রকণ্ঠে ও অঙ্গভঙ্গিমায় গানটি গেয়ে শেষ করেন। যা দর্শককে মুগ্ধ করেছে। আয়োজনে নেমে আসে এক ঘোর।
সেই ঘোরে ফেরদৌস ওয়াহিদ বললেন, ‘রাজীবের পরিবেশনায় তার বাবা, আমার দীর্ঘদিনের বন্ধু ফকির আলমগীরকেই যেন দেখলাম, শুনলাম ও উপভোগ করলাম।’ ফকির আলমগীরের পুত্র মাশুক আলমগীর রাজীব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি সংগীত চর্চাও করেন। প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীর গেল ২৩ জুলাই করোনা আক্রান্ত হয়ে মারা যান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: