পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝনদীতে আটকা তিনটি
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলদিয়া রুটে রোববার দিবাগত রাত সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে
প্রথম নিউজ, পাটুরিয়া : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলদিয়া রুটে রোববার দিবাগত রাত সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় উভয় পারের মধ্যে কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। এ ছাড়া মাঝনদীতে তিনটি ফেরি নোঙর করে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেজ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, রোববার দিবাগত রাত সোয়া ১১টা থেকে ঘন কুয়াশার প্রকোপ এতটাই বেশি ছিল যে নিকটতম বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়।
তিনি ফেরির মাস্টারদের উদ্বৃতি দিয়ে জানান, কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসার পর ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।
শাহ মোহাম্মদ খালেজ নেওয়াজ আরও জানান, যাত্রী ও যানবাহন বোঝাই করে ফেরি বনলতা, হাসনা হেনা ও রজনীগন্ধা নামের তিনটি ফেরি মাঝনদীতে নোঙর করে আছে। এ ছাড়া পাটুরিয়া প্রান্তে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ বরকত ও মাধবী লতা নামের তিনটি ফেরি যানবাহন বোঝাই করে ঘাটে নোঙর করে আছে।এছাড়াও দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কেরামত আলী, শাহ পরান ও চন্দ্র মল্লিকা নামের চারটি ফেরি নোঙর করে রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: